নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে নকল করার দায়ে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করাসহ ও দুইজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা যায়, আজ সোমবার উপজেলার চন্দ্রবাজ স্কুল এন্ড কলেজে দুই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার অপরাধে বহিষ্কার করা হয়।
অপরদিকে এসএসসি/সমমান পরীক্ষা কেন্দ্র বগারচর গার্লস স্কুলে দুই শিক্ষার্থীকে একই সেটের প্রশ্নপত্র দেওয়ার অপরাধে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোর্শেদ আলম ও গোপালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম রসুলকে আগামী দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।