নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জে বাট্টাজোড় ও বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ১০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের নিকট উৎসব মুখর পরিবেশে প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
- বকশীগঞ্জে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা!
- জামালপুর জেলায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা!
- ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না ৪র্থ ধাপের ভোট গ্রহন
- বকশীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জুয়েল তালুকদারের মনোনয়ন ফরম সংগ্রহ
- বকশীগঞ্জে নকলের দায়ে ২ শিক্ষার্থীকে বহিস্কার ও ২ শিক্ষককে অব্যাহতি
- বকশীগঞ্জে ধর্ষণের শিকার তরুনীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেপ্তার
বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন , সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে বাট্টাজোড় ইউনিয়নে চেয়ারম্যান ৯ জন , সাধারণ সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ , জাতীয় পার্টির প্রার্থী ছাড়া বেশিরভাগ চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আগামি ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।