ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৯ শে নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা মৎস্যজীবী লীগের আয়োজনে আওয়ামীলীগ অফিস কার্যালয় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক মো:রাজু আহম্মেদ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: শহিদুল ইসলাম লেবু ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো:মজিবুর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম খান হেস্টিংস,রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:শহিদুল ইসলাম শহীদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল জলিল সুজন,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঘাটাইল পৌরসভার ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মো: এস.এম. সাহেদ আহম্মেদ,সাবেক ভিপি আবু সাইদ রুবেল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: দুলাল হোসেন প্রমুখসহ এসময় আওয়ামী মৎস্য জীবীলীগ সহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।