নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন-২০২১ আজ মঙ্গলবার(৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভা কক্ষে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১১৬ জন ভোটারের মধ্যে ১১৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
সভাপতি পদে মো. ফিরোজ মিয়া ৬৪ ভোট, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ৫৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন হিলারী ৮৭ ভোট, অর্থ বিষয়ক সম্পাদক পদে খন্দকার মনির হাসান ৭৫ ভোট ও প্রচার সম্পাদক পদে শামসুদ্দোহা ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে আরো ৮ টি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন ৮ প্রার্থী।
বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে বিজয়ীদের মাঝে ফলাফল পত্র হস্তান্তর করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার , সাব রেজিষ্ট্রার জুয়েল মিয়া , নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাফিউজ্জামান ও নির্বাচন কমিশনার খায়রুল বাশার উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।