জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ কাপাশহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণার পর মেম্বার প্রার্থী দৌলতুজ্জামান ও আ: করিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১০/১২জন আহত হয়।
এ ঘটনায় একজনকে ৩ বছরের কারাদন্ড প্রদান করেছে। ২৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সারোয়ার আলম জানান-ফলাফল ঘোষণার পরপরই পরাজিত পক্ষের লোকেরা প্রিজাইডিং অফিসার ও তার লোকজনকে পূণ: ভোট গণনার দাবিতে আটকে রাখার চেষ্টায় হট্রগোলের পরিবেশ সৃষ্টি করে।
মুহুর্তেই উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ যেন রণক্ষেত্রে রূপ নেয়।
খবর পেয়ে র্যাব-পুলিশ-বিজিবিসহ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে হাজির হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলা বাহিনী ৭০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
এ ঘটনায় রুস্তম আলী তোতা (৫২) নামে একজনকে ৩ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রাতেই জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই আদেশ প্রদানের কথা নিশ্চিত করেছেন, সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম ও নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ।
অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-পরদিন সকালে দন্ডাদেশপ্রাপ্ত তোতাকে চালান দেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।