উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে নির্বাচনী ক্যাম্প বসানোর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পূর্ণিমাগার্তী ইউনিয়নের গয়হাট্টা বাজারে নির্মিত স্বাধীনতার স্মৃতিসৌধকে ঘিরে মোটর সাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমীন সরকারের নির্বাচনী প্রচারনা ক্যাম্প বসানো হয়েছে।
এলাকাবাসীর পক্ষে পূর্ণিমাগার্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আ'লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী রেজাউল ইসলাম তপন এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের রির্টানিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন উপজেলার গয়হাট্টা বাজারের স্বাধীনতার স্মৃতিসৌধে গত ২ সপ্তাহ পূর্ব হতে নির্বাচনী ক্যাম্প বানিয়ে প্রচারনা সভা সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন।
এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল আমীন সরকারের কর্মীরা জুতা পায় দিয়ে অবাধে স্মৃতিসৌধে প্রবেশ করছে।
এতে স্মৃতি বিজরিত সৌধের পবিত্রতা বিনষ্ট হচ্ছে ও মর্যাদাকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মাসুদ রানা জানান, স্মৃতিসৌধের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।