সেবা ডেস্ক: কৃত্রিম প্রজননে’র মাধ্যমে ফি’রছে আ’রও আট প্রজাতি’র দেশিয় মাছ। এ’রই মধ্যে বিলুপ্তপ্রায় ৬৪ প্রজাতি’র দেশিয় মাছে’র মধ্যে ৩১ প্রজাতি’র মাছে’র সফল প্রজনন সম্পন্ন হয়েছে।
আগামী এক বছরে’র মধ্যে
আ’রও আট প্রজাতি’র দেশি
মাছে’র সফল প্রজনন সম্ভব
হলে এ সংখ্যা গিয়ে
দাঁড়াবে ৩৯-এ। তবে
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে’র (বিএফআ’রআই) লক্ষ্য আ’রও বেশি মাছ
ফেরানো।
সফল প্রজনন নিয়ে গবেষণা চলা
এ আট প্রজাতি’র মাছ
হলো- কাজলি, কুর্শা, গাঙ টেংরা, বাইলা,
জারুয়া, বোল, আঙরা ও
ঘারুয়া। এ’র মধ্যে জারুয়া,
বোল, আঙরা ও কুর্শা
মূলত তিস্তা নদী’র মাছ।
দেশে মিঠাপানি’র ২৬০ প্রজাতি’র মাছে’র
মধ্যে ছোট মাছ ১৪৩
প্রজাতি’র। এ’রমধ্যে ৬৪ প্রজাতি’র মাছ
ছিল বিলুপ্তপ্রায়।
কৃত্রিম প্রজননে’র মাধ্যম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিলুপ্তপ্রায় এসব মাছ ফিরিয়ে
আনছে।
বিএফআ’রআই সূত্র জানায়, এ আট প্রজাতিসহ
আ’রও কয়েক প্রজাতি’র মাছ
যেন আগামী বছরে’র মধ্যে চাষ হয় সে
জন্য চা’রটি কেন্দ্র চেষ্টা চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।