ঘাটাইলে আমন ধান চালের মূল্য নির্ধারণ

Seba Hot News : সেবা হট নিউজ
0
ঘাটাইলে আমন ধান চালের মূল্য নির্ধারণ



ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : এ বছর আমন ধান, চালের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। ঘাটাইল খাদ্যগুদামে কৃষক প্রতি কেজি ২৭ টাকা মূল্যে ধান বিক্রি করতে পারবে। আর মিলারদের জন্য প্রতি কেজি চালের মূল্য নির্ধারন করা হয়েছে ৪০ টাকা দরে । 

শনিবার বেলা পৌনে ১১টায় ঘাটাইল খাদ্য গুদাম প্রাঙ্গনে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও স্থানিয় এমমি আতাউর রহমান খান। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম কাতারে নিয়ে গেছেন। 

এখন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখতে হবে। সরকারি বিধি মোতাবেক কৃষক ও মিলাররা যেন খাদ্য গুদামে ধান-চাল সরবরাহ করেন।

ইউএনও মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ, উপজেলা কৃষক লীগের আহবায়ক শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, অটো চালকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল সরকার প্রমুখ।

খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, আমন মওসুমে অনলাইনে আবেদনকৃত কৃষকদের লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের মধ্য থেকে প্রতি মণে ১০৮০ টাকা মূল্য নির্ধারন করেছে সরকার। 

এতে ৮৬২ মে.টন ধান ও চুক্তিবদ্ধ চালকল মালিকদের থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ২৫৭৬ মে.টন চাল সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন বলেন, কৃষকেরা কোন রকম হয়রানি ছাড়াই যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারে, সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করতে হবে।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top