সেবা ডেস্ক: রাজধানী’র দুই সিটি করপোরেশনের সব বস্তিতে মঙ্গলবার থেকে করোনা ভাইরাসে’র প্রথম ডোজে’র টিকা’দান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে, রাজধানী’র কড়াইল বস্তিতে টিকা’দান শেষ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি আরও বলেন, 'উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন তাদের জোন ভাগ করে এ কার্যক্র’ম আয়োজন করবে। আমরা শুধু স্বাস্থ্যকর্মী ও টিকা সরবরাহ করব। তারা বাস্তবায়ন করবে।'
ডা. শামসুল হক বলেন, 'দুই সিটি করপোরেশনে ১২৯টি জোন রয়েছে। এসব জোনের কর্মকর্তা তাদের এলাকার বস্তিতে কার্যক্র’ম শুরু করবে। ঢাকার সব বড় বস্তিতে এ কার্যক্র’ম চলবে। যদি কোনো ছোট বস্তি বাদ পড়ে যায় তাহলে ধীরে ধীরে ছোট বস্তিগুলোকেও টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।'
কড়াইল বস্তি’র বিষয়ে ডা. শামসুল হক বলেন, 'আমাদের টার্গেট ছিল ১ লাখ টিকা দেবো। কিন্তু সেখানে চিত্র কিছুটা ভিন্ন। আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারিনি। কারণ, যারা সেখানে থাকেন তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে টিকা গ্রহণ করেছেন। তাই কড়াইল বস্তিতে আর টিকা দেওয়া হবে না।'
শামসুল হক বলেন, 'সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সব স্থানে টিকা কার্যক্র’ম বন্ধ। বস্তিবাসী’র সুবিধার্থে শুক্রবার টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ, ওই এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে। তারা বিভিন্ন জায়গায় কাজ করেন। কেউ কেউ ছোট অফিস, বাসাবাড়িতে কাজ করেন। তাই তাদের ছুটি থাকে শুক্রবার। এজন্য শুক্রবার আমরা বিশেষ টিকা’দান কার্যক্র’ম হাতে নিই।'
শামসুল হক আরও বলেন, 'আগে যারা নিবন্ধন করেছেন তার তো টিকা নিচ্ছেই। আর যারা নিবন্ধন করতে পারেননি, তাদের জন্য আমরা এখানে অন স্পট নিবন্ধনের ব্যবস্থা করেছিলাম।'
উলেস্নখ্য, গত মঙ্গলবার কড়াইল বস্তিতে টিকা’দান কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকা’র আওতায় আনতে কড়াইল বস্তিতে প্রথম এ কার্যক্র’ম চালু হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।