জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে ২৭ নভেম্বর বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন-বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামসুদ্দিন আহমদ।
জামালপুর জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, মির্জা সাখাওয়াতুল আলম মনি সাবেক মেয়র, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ড. আব্দুল মান্নান, রেজিস্টার খন্দকার হামিদুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুশান্ত কুমার ভট্রচার্য এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, মেলান্দহ আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।