কাজিপুরে দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুরে দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন  সামাজিক সংগঠন এর  ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । 

২৬ই নভেম্বর এ দিবস উপলক্ষে বাদ জুমা একটি বর্ণাঢ্যশোভাযাত্রা অত্র সংগঠনের কার্যালয় চালিতাডাংগা থেকে শুরু করে চালিতাডাংগা বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয় চত্বরে এসে সমবেত হয়। 

উক্ত শোভাযাত্রার অংশ নেন সংগঠনের সভাপতি মোঃ হামিদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি কামাল পাশা, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন,সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ ও এলাকার সুশীল সমাজের এক অংশ।

পরে কার্যালয় চত্বরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হামিদুর রহমান সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। 

এ সময় তিনি বলেন, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নের পাশাপাশি মেধাবী ও দরিদ্র  শিক্ষার্থীদের লেখা পড়ার পথ সুগম করতে প্রতি বছর বিভিন্ন উদ্যোগ গ্রহন তথা আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।

করোনাকালে দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এলাকার বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে ভুমিকা রাখছে। 

আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অত্র সংগঠনের প্রচার সম্পাদক সেলিম রেজার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালিতাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, অত্র সংগঠনের উপদেষ্টা সদস্য রোকনুজ্জামান মিল্টন, অত্র প্রতিষ্ঠানের উপদেষ্ঠা ও চালিতাডাংগা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক। 

আরও বক্তব্য রাখেন অত সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি সাজেদুল করিম স্বপন, চালিতাডাংগা ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদার, উপদেষ্টা আব্দুর রাজ্জাক প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন অত্রপ্রতিষ্ঠানের উপদেষ্টা সদস্য শফিকুল ইসলাম সাংবাদিক, চালিতাডাংগা ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ  অন্যান্য সদস্য বৃন্দ। 

পরে ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান ও সংগঠনের উত্তরোত্তর উৎকর্ষ ও উন্নতি কামনা করেন  প্রধান অতিথি খলিলুর রহমান সিরাজী।

উল্লেখ যে অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ-১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় সার্বক্ষনিক প্রতিষ্ঠানটি দেখভাল করছেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top