সশস্ত্রবাহিনীর আয়োজনে ‘বাঙালীর বীরত্বের চিত্রগাঁথা’

Seba Hot News : সেবা হট নিউজ
0
সশস্ত্রবাহিনীর আয়োজনে ‘বাঙালীর বীরত্বের চিত্রগাঁথা’



সেবা ডেস্ক: একাত্তরে বাঙালী’র গৌ’রবময় ইতিহাস নতুন প্রজন্মে’র  কাছে তুলে ধ’রতে রাজধানীতে শুরু হয়েছে ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। 

মুক্তিযুদ্ধে’র বি’রল শতাধিক আলোকচিত্র নিয়ে শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা’র নম্ব’র গ্যালারিতে শুরু হয়েছেবাঙালী’র বী’রত্বে’র চিত্রগাঁথাশীর্ষক প্রদর্শনী। 

স্বাধীনতা’র সুবর্ণজয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগে’র আয়োজনে নৌবাহিনী’র ব্যবস্থাপনায় তিন দিনে’র প্রদর্শনী’র উদ্বোধন হয় বৃহস্পতিবা’র।

প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি ছবি’র সঙ্গে জড়িয়ে আছেন বাঙালি জাতিসত্তা’র জন্ম ইতিহাস। আছে একাত্তরে’র ‘রণাঙ্গনে শত্রু’র বিরুদ্ধে অকুতোভয় মুক্তিযুদ্ধাদে’র লড়াইয়ে’র দৃশ্য। 

উপস্থাপিত হয়েছে পাকিস্তানি বাহিনীকে পরাজিত ক’রতে জলে-স্থলে লড়াইয়ে’র ছবি। আছে মাতৃভূমিকে মুক্ত ক’রতে পুরুষে’র পাশাপাশি ‘রণাঙ্গণে ঝাঁপিয়ে পড়া নারীদে’র সশস্ত্র সংগ্রামে’র চিত্র। 

‘রয়েছে মুক্তিযোদ্ধাদে’র প্রশিক্ষণে’র ছবি। এই বী’রত্বগাথা’র উল্টোপিঠে হানাদা’রদে’র সংঘটিত বর্ব’রতা’র চিত্রও বাদ যায়নি। ভিটেমাটি ছেড়ে শ’রণাথীদে’র দেশত্যাগে’র ছবিগুলো হয়ে উঠেছে বাঙালি’র আত্মত্যাগে’র ধারাভাষ্য।

বৃহস্পতিবা’র সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী’র উদ্বোধন করেন তথ্য সম্প্রচা’রমন্ত্রী  . হাছান মাহমুদ। উদ্বোধনে’র পরে তিনি প্রদর্শনীটি পরিদর্শন করেন। 

এসময় সশস্ত্র বাহিনী বিভাগে’র প্রিন্সিপাল স্টাফ অফিসা’র লে. জেনারেল ওয়াকা’র-উজ-জামান, বাংলা একাডেমি’র মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদাসহ সেনা, নৌ বিমান বাহিনী’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুশীল সমাজে’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত ফোলিও’র মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

লে. জেনারেল ওয়াকা’র-উজ-জামান বলেন, স্বাধীনতাযুদ্ধকালীন বাঙ্গালী’র বী’রত্বে’র গৌ’রব উজ্জল ইতিহাস নতুন প্রজন্মে’র নিকট তুলে ধ’রতেই এই চিত্র প্রদর্শনীয় আয়োজন করা হয়।

তিন দিনে’র এই প্রদর্শনী চলবে শনিবা’র পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদে’র জন্য উন্মুক্ত থাকবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top