শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুহাম্মদ শাহরিয়ার (২৪) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহত যুবক বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি সরলিয়াঘোনা ২ নম্বর ওয়ার্ড এলাকার শাহ্ নেওয়াজের ছেলে।
গত শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকানের পশ্চিমে এ ঘটনাটি ঘটেছে।
নিহত শাহরিয়ারের ফুফাতো ভাই মিনহাজ উদ্দিন জানান, গত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ছনুয়া আব্দুল্লাহর দোকানের পশ্চিম পাশে তার বাবার মাটি কাঁটার স্কেভেটরটি ড্রাইভার দিয়ে সরানোর সময় ওই স্কেভেটরে উঠেছিল শাহরিয়ার নামের যুবকটি।
স্কেভেটর সরাতে গিয়ে উপরে বয়ে যাওয়া ৩৩ হাজার কেবি ভোল্টের বিদ্যুতের প্রধান লাইনের তার রাতের অন্ধকারে অগোচরে গাড়িতে লেগে যায়।
মুহূর্তেই বিদ্যুতের শর্টসার্কিটে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে পড়ে যায় শাহরিয়ার।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে শাহরিয়ার কে উদ্ধার করে চাম্বল ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহরিয়ারের পিতা শাহ্ নেওয়াজ বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বিরোদ্ধে অভিযোগ তুলে বলেন, মাটি থেকে (বিদ্যুতের খুঁটির গোড়া) মাত্র ১০ ফুট উপরে পল্লীবিদ্যুতের ৩৩ হাজার কেবি ভোল্টের প্রধান লাইনটি টানা হয়েছে। এতো নীচুতে বিদ্যুতের লাইন টানার কারণে এ ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে জানতে চেয়ে বাঁশখালী পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জসিম উদ্দিনকে বার বার ফোন করেও পাওয়া যায় নি।
ছবিঃ বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবক মুহাম্মদ শাহরিয়ার (২৪)।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।