শামীমুল ইসলাম তালুকদার: আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভোরের এ ভূকম্পন বেশ কয়েক সেকেন্ড ব্যাপী স্থায়ী হয় তবে এসময় অনেকে ঘুমে থাকায় ঠিক বুঝতে পারেননি। আতঙ্কগ্রস্থ ব্যক্তিরা বিভিন্ন স্থানে ফোন করে আত্নীয়স্বজনের খোঁজখবর নিয়েছেন। কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা তাৎক্ষনিকভাবে বিষয়টি নিশ্চিত করেন এবং কোন প্রকার আতঙ্ক না হতে ভূমিকম্পকালীন করণীয় বিষয়ে সচেতন থাকার আহব্বান জানিয়েছেন তিনি।
জানা যায়,ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার, ইউএমসিএসের পরিমাপ অনুযায়ী ভারত ও মিয়ানমার সীমান্তে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
সেবা হট নিউজের নিজস্ব প্রতিনিধি জানায়, ঢাকাসহ সারাদেশের বেশিরভাগ জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।