কাজিপুরে সদর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৫ জন

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুরে সদর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৫ জন



কাজিপুর প্রতিনিধি: সিরাজগন্জের কাজিপুর  উপজলোর ১২ টি ইউপি’র নির্বাচনের তফশীল ঘোষনা না হলেও  ইতোমধ্যেই ব্যাপক প্রচারনা দৌঁড়ঝাপ শুরু হয়েছে।  

নির্বাচন কে সামনে রেখে নৌকায় উঠতে দৌঁড়ঝাপ শুরু করেছেন কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় ৭ ডজন প্রার্থী।  

ইউপি নির্বাচনকে ঘিঁরে চলছে এ উপজেলায় নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে  কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে  ৫ জন নেতাকর্মী অনেক আগে থেকেই বিলবোর্ড, ব্যানার-পোষ্টার দিয়ে শুভেচ্ছার মাধ্যমে নিজের প্রার্থীতার পরিচিতি তুলে ধরছেন।এ উপলক্ষে 

২৪ নভেম্বর কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আঃলীগের সাংগঠনিক কার্যক্রম লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আগামী দিনে কর্মকান্ডকে আরও বেগবান করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শওকত হোসেন। 

তারা এ সময় দলীয় নির্দেশনা মেনে চলতে সকলকে  পরামর্শ দেন।  

উক্তসভায়  সভাপতিত্বকরেন সদর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃএনামুল হক তালুকদার।

উক্ত সভায় আগামী নির্বাচনে যারা নৌকা তথা আঃলীগের  মনোনয়ন পেতে ইচ্ছুক তাদের জীবন বৃত্তান্ত জমা দেন এবং  সকলই বক্তব্য রাখেন।

পরে সকলের মতামতের ভিত্তিতে আবেদনকারীদের নাম সর্বসন্মতভাবে গৃহীত হয়। বক্তব্যে তারা সকলই নৌকার যে কেউ মনোনয়ন পেলে দলীয় নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্তকরেন। 

৫ নং কাজিপুর সদর ইউনিয়নে পাঁচ জন নৌকার  মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের  যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, উপজেলা আঃ লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু,  ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, ইউনিয়ন আঃ লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ছাত্র নেতা এস এম শাহা আলম কাজল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন আঃ লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য টি এম জাহিদুল ইসলাম শামিম এবং ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আমিনুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃ লীগের সাংগঠনিক  সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক শওকত আকবর,সাবেক ছাত্র নেতা আব্দুল মুকিত তাং, সাইফুল ইসলাম, ইউনিয়ন আঃলীগের সকল সদস্য বৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও ওয়ার্ডপর্যায়ে সকল নেতাকর্মীবৃন্দ।

এ বিষয়ে ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃএনামুল হক তালুকদার বলেন, নামের তালিকা ও সভার রেজুলেশন যথাযথ প্রক্রিয়ায় উপজেলা কমিটি বরাবর প্রেরন করা হবে।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top