কাজিপুর প্রতিনিধি: সরকারি প্রণোদনার সরা ও বীজ পেলেন সিরাজগঞ্জের কাজিপুরের ৩৮শ কৃষক। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে যমুনার ভাঙ্গন ও বন্যা কবলিত চাষিদেরকে এই প্রণোদনা প্রদান করা হয়।
প্রত্যেক চাষিকে ২ কেজি ভুট্টা বীজ, ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) ও ২০ কেজি ডিএপি (ডাই-এ্যামোনিয়াম ফসফেট) সার দেয়া হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার চক্রবর্তী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।