স্বাস্থ্যেখাতে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ দেওয়া হবে: জাহিদ মালেক

Seba Hot News : সেবা হট নিউজ
0
স্বাস্থ্যেখাতে শিগগিরই আরও ২০ হাজার নিয়োগ দেওয়া হবে জাহিদ মালেক



সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। দেশের প্রায় কোটি মানুষকে ভ্যাকসিনও দেয়া হয়েছে। এর ফলে, করোনা এখন দেশের মানুষ স্বস্থিতে আছে। 

তবে, দেশের এত বড় স্বাস্থ্যখাতের জন্য অনেক বেশি লোকবল প্রয়োজন। এই করোনা’র সময়ে ইতোমধ্যেই প্রায় ১৫ হাজার চিকিৎসক ২০ হাজার নার্স নিয়োগ করা হয়েছে। 

আরো হাজার চিকিৎসক হাজার নার্স নিয়োগের কাজ চলমান রয়েছে। এর মধ্যেই আরো প্রায় ১৫ থেকে ২০ হাজার স্বাস্থ্য সহকারি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কার্যক্রম এখন হাতে নেয়া হয়েছে। 

এসব লোকবল নিয়োগ দেয়া হলে স্বাস্থ্যখাতের জনবল সমস্যার বেশ খানিকটা সমাধান হবে।

গতকাল বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। 

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এর সভাপতি প্রফেসর বিল্লাল আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাচিপ-এর সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সানাল, মহাসচিব প্রফেসর ডা. এম আজিজ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের মহাসচিব প্রফেসর ডা. আহমেদুল কবীর।

জাহিদ মালেক বলেন, সরকারের নানা উদ্যোগে বাংলাদেশে করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যাও অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা, বিশ্বে চায়নার পরে সবার ওপরে। 

পর্যন্ত দেশে কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেয়ার মত মানুষের মধ্যে ৪০ শতাংশকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। 

২৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। দুই থেকে তিনটি ক্যাম্পেইনের মাধ্যমে আরও দেড় কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হবে শিগগির বলে জানান বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যে আমার সময়ে যে নিয়োগ হয়েছে, দেশের ইতিহাসে এত নিয়োগ হয়নি। 

সবচেয়ে বেশি নার্স, চিকিৎসক আমার সময়ে হয়েছে, সবচেয়ে বেশি পদোন্নতিও সময়ে হয়েছে। যদি প্রমাণ চান, তা হলে পরিসংখ্যান দেখুন। 

তিনি বলেন, ১৫ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স একবারেই নিয়োগ হয়েছে, ইতিহাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে আর নেই। স্বাস্থ্যে আরো নতুন নিয়োগ আসছে। 

চার হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় আছে, নতুন করে আরো আট হাজার নার্স নিয়োগ দেয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা করোনা’র এই অতিমাত্রায় বিশ^ যখন হিমশিম খাচ্ছে তখন বাংলাদেশ করোনা শুন্য দিন পার করছে। 

গোটা বিশ^ এখন দেশের স্বাস্থ্যখাতের ভয়সী প্রশংসা করছে এবং বাংলাদেশ কীভাবে ঘনবসতিপূর্ণ দেশ হয়েও এভাবে করোনা নিয়ন্ত্রণ করছে সেজন্য বিষ্ময় প্রকাশ করছে। 

দেশকে করোনা থেকে মুক্ত করার ব্রত নিয়ে লড়াই করতে থাকা বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে উপস্থিত বক্তারা এসময় সাধুবাদ জানান ধন্যবাদ জ্ঞাপন করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top