সেবা ডেস্ক: তালেবানদের দখলে যাওয়ায় দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাওয়া আফগানিস্তানের জুনিয়র নারী ফুটবল দলের সদস্য ও তাদের পরিবার কে সেখান থেকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হবে। গতকাল সোমবার যুক্তরাজ্য সরকার এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, আফগানিস্তানের মহিলা ফুটবল দলটির ভিসা প্রদানের বিষয়টি চুড়ান্ত করার কাজ চলছে।
অচিরেই তাদেরকে যুক্তরাজ্যে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।
দলের ৩৫ সদস্যের সবাই টিনএইজ। তাদের পরিবারের সদস্যসহ গোটা দলে রয়েছে ১৩০ জন।
যারা অল্পের জন্য কাবুল বিমান বন্দর থেকে ব্রিটিশদের ভাড়া করা বিমানে চড়তে ব্যর্থ হয়।
রকইট নামের একটি সহায়তা ফাউন্ডেশনের চেয়ারম্যান জোনাথান কেনড্রিক বলেন, পরে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা পাকিস্তানে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ কাজে তাদের সহায়তা করেছে আফগানিস্তানের সাহসি কিছু লোক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।