সেবা ডেস্ক: খোলামেলা কথা বলতে ভালোবাসেন, নিজের স্বাধিনতায় চলেন! নিত্য নতুন লুকে ভক্তদের চমকেও দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার শুধু চমকেই দেননি, আলোচনারও জন্ম দিয়েছেন।
ওপার বাংলার এই নায়িকার শেয়ার করা নতুন ছবিতে দেখা যাচ্ছে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পুজার আড্ডা দিচ্ছেন তিনি।
কিন্তু কপালে সিঁদুর থাকায় অবাক করলো অনেককে!
হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ।
স্বভাবতই প্রশ্ন উঠছে ‘ডিভোর্সি’ হিসেবে পরিচিত সিঙ্গেল অভিনেত্রী বিয়ে কবে করলেন!
স্বস্তিকার ব্যক্তিগত জীন নিয়েও চর্চার শেষ নেই।
প্রেম হোক বা সম্পর্ক সবকিছু নিয়েই খোলাখুলিভাবে কথা বলতে ভালোবাসেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
কিন্তু, এবারের ব্যাপারটা নিয়ে ধ্বন্ধে পড়েছেন কেউ কেউ।
১৯৯৮ সালে অভিনয় জগতে আসার আগেই বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
২০০৪ সালে হয় বিচ্ছেদ। তখন জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা গিয়েছিল নেটপাড়ায়।
এমনকী পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ছিল তার। এরপর নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে।
তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভইন করছিলেন বলেও টলিপাড়ায় খবর রটেছিল।
শুধু ছবিই দেননি এবার। বরং হাতের শাঁখা নিয়ে এক অনুরাগীর সঙ্গে গল্পও করেছেন।
কোথায় এরকম শাঁখা কিনতে পাওয়া যায় তার হদিশ দিয়েছেন।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রশ্ন ছিল, ‘এরকম মোটা মোটা শাঁখা কোথায় কিনতে পাওয়া যায় ম্যাডাম?’ আর তাতে স্বস্তিকার উত্তর, ‘বাগ বাজারের শাঁখা পট্টি’।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।