জামালপুরপ্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় রিগেন (৩৫) কে গ্রেফতার করেছে জামালপুরের মাদারগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত রিগেন মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতের পাড়া গ্রামের রইচ আকন্দের ছেলে।
মাদারগঞ্জ যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক বাদী হয়ে ১০ অক্টোবর রাতে তার বিরু্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন মামলার পর রাতেই অভিযুক্ত কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।