লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দদূর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যেরর আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপনে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন আয়োজনে ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান রোকন,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।