উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের জয়দেব সড়কে অবস্থিত রাম সাহা মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্যাংকের নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা।
উল্লাপাড়া একটি আধুনিক ব্যবসা প্রধান এলাকা হওয়ায় এনআরবিসি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জের শিয়ালকোল এনআরবিসি ব্যাংক শাখার ব্যবস্থাপক এভিপি হিমাদ্রী শেখর দোবে'র সভাপতিত্বে ব্যবসায়ীদের মধ্যে বাংকিং সেবা বিষয়ে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ জাহেদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত কুমার কর্মকার, সুজিত সাহা, বিপ্লব কুমার দত্ত ও ব্যাংক ব্যবস্থাপক রাজিবুল হাসান সুমন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে এই আধুনিক ব্যাংক ব্যবস্থাপনার সকল সুযোগ সুবিধা তুলে ধরেন বক্তরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।