জামালপুর ট্রাফিক পুলিশের জরিমানা আদায় ডিজিটালাইজেশনে জামালপুর জেলা পুলিশের সাথে উপায় ও গ্রামীনফোনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত |
নূরুজ্জামান খান: ট্রাফিক পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার জরিমানা বিল ফিস আদায় প্রক্রিয়া ডিজিটালাইজেশন করার লক্ষ্যে উপায়(UCB-প্রতিষ্ঠান) ও গ্রামীনফোনের সাথে আজ ১৩ অক্টোবর বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পুলিশের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ।
উপায়ের পক্ষে জনাব সাকিব আলতাফ, ডেপুটি ডিরেক্টর(বিজনেস সেলস্) ও গ্রামীনফোনের পক্ষে জনাব হেলাল উদ্দিন আহমেদ, ম্যানেজার(স্ট্র্যাটেজিক একাউন্ট ম্যানেজার) চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব ফকির সাইফুদ্দিন টিআই (প্রশাসন), ট্রাফিক বিভাগের সকল অফিসারগনসহ উপায় ও গ্রামীনফোনের প্রতিনিধিগন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।