করোনা সচেতনতায় মাঠে উপজেলা প্রশাসন: জরিমানা ও মাস্ক বিতরন

S M Ashraful Azom
0
করোনা সচেতনতায় মাঠে উপজেলা প্রশাসন জরিমানা ও মাস্ক বিতরন


কাজিপুর প্রতিনিধি: দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে কাজিপুরের ইউএনও ও এসিল্যান্ড। 

জনগনকে সচেতন করতে ও লকডাউন মানাতে প্রচারনার পাশাপাশি মাস্ক বিতরণ করছেন তারা। আর স্বাস্থ্য বিধি  অমান্য করায়  দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৫এপ্রিল) দুপুরে উপজেলার সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এই জরিমানা করা হয়। এসময় সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার দায়ে একজন ও অপরজনকে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম বলেন, "সরকারি বিধিনিষেধ মানতে জনগণকে উদ্বুদ্ধ করণ ও দুস্থ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। 

যারা সরকারি আইন মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে। জনগণকে সচেতন করছি যেন এই কঠোর লকডাউনের সময় বাইরে বের না হয়।"

মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে লিপ্ত না হওয়ার আহ্বানও জানান এই কর্মকর্তা।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top