রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলা বক্স (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত আলা বক্স উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের পারিবারি সূত্রে জানা গেছে, আলা বক্স দীর্ঘদিন ধরে স্থানীয় মথুরাপুর বাজার এলাকায় পান, বিড়ি ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।
অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে আলা বক্স ব্যবসা শেষে দোকান বন্ধ করে অটোভ্যানে চড়ে বাড়ির দিকে রওনা হয়।
পথিমধ্যে মথুরাপুর-খাটিয়ামারি সড়কের মথুরাপুর বটতলা এলাকায় নামাজ খানার নিকট পৌছে।
এসময় সামনের দিক থেকে আসা দ্রুতগতীর একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে অটোভ্যানে ধাক্কায় দেয়। তখন অটোভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয় আলা বক্স। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আলা বক্সের মৃত্যু হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে আলা বক্সের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।