হাসানুর রহমান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাস চাপায় ইয়াকুব আলী নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইয়াকুব উপজেলার সুর্যনগর পুর্বপাড়া গ্রামের জিয়াউল হকের ছেলে ও স্থানীয় এক মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বকশীগঞ্জ-কামালপুর সড়কের সূর্যনগর পূর্বপাড়া এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় সন্ধ্যায় বাড়ির পাশেই রাস্তা পারাপারের সম শেরপুর থেকে ছেড়ে আসা ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ইয়াকুব মারা যায়।
পরে বাসটি পালিয়ে যাবার চেষ্টা করলে বাটাজোর নতুন বাজার এলাকায় স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলছে।
গাড়ির গতি নিয়ন্ত্রণ করনে আইন প্রণয়ন করা অতি জরুরী
উত্তরমুছুন