বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পবিত্র রমজান ও কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্থ অসহায়, দরিদ্র, বৃদ্ধদের মাঝে বুধবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির ছাত্তারের ব্যক্তিগত অর্থায়নে ধানুয়া কামালপুর ও সাধুরপাড়া ইউনিয়নের ৩৬ টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ব্যারিস্টার সামির ছাত্তারের পক্ষে তার প্রতিনিধি খোকন আকন্দ ও জিসান হাবিব নগদ অর্থ বিতরণ করেন।
রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন খোকন আকন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।