জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়েছে প্রশাসন।
২০ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকালে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, আ’লীগের নাম ভাঙ্গিয়ে জনৈক শাহজামাল দাপুটের সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে আসছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন পুড়িয়ে দেন।
এ সময় শাহজামাল ও তার সাঙ্গপাঙ্গরা মোবাইল কোর্টে সহায়তাকারি অফিসের কর্মীদের উপর চড়াও হয়। এ সময় শাহজামালকে আটক করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজুল ওয়াসিমা নাহাত জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার মেশিন ও কিছু পাইপ ধ্বংস করা হয়েছে।
এসময় কিছু দুষ্কৃতকারী বাধাপ্রদানের চেষ্টা করলে মো. শাহজামালকে আটক করা হয়।
সে অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এমন অপরাধ করবে নাÑ মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
জনস্বার্থে এসব অভিযান অব্যাহত ও অপরাধ কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি জানান।
ছবি : সরিষাবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করতে ভ্রাম্যমান আদালতের অভিযান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।