রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী মাদক করবারি ফোরহাদ হোসেন (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার নিকট থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফোরহাদের ছোট ভাই যুবলীগের সাবেক নেতা ছোহরাব আলী পালিয়ে গেছে।
সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে রবিবার রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফোরহাদ হোসেন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুর রহমানের ছেলে এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ভাই ছোহরাব আলী পৌর যুবলীগের সাবেক সভাপতি।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরহাদ হোসেন ও তার ভাই ছোহরাব আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রি করে।
ফোরহাদ হোসেনকে ২০১৫ ও ২০১৯ সালে মাদক দ্রব্য সহ দুইবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফোরহাদ হোসেন আবারো মাদক দ্রব্য বিক্রয়ের সংগে জড়িয়ে পড়ে।
তারই ধারাবাহিকতায় রবিাবার রাতে ফোরহাদ হোসেন তার নিজ বাড়ির পাশে মাদক সেবীদের নিকট ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ফোরহাদ হোসেনকে প্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাসি করে ৪ বোতল ফেন্সিডিল ও ৩০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ফোরহাদ হোসেন ও তার ভাই ছোহরাব আলীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। মাদক বিক্রিয়ের অভিযোগে কয়েকদফা সোহরাব হোসেন পুলিশে হাতে গ্রেপ্তার হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ফোরহাদ হোসেন এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। তাকে মাদকসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।