শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১২ এপ্রিল) সকালে সংগঠনের বাঁশখালী শাখার সমন্বয়কারী অমৃত কারণের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে এ মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের উপজেলার শাখার নেতৃবৃন্দের মধ্যে শিব্বির আহমদ কালু, বিক্রম দেব, কৃষক সংগঠক নুরুল আলম, রণধীর বড়ুয়া, মনোতোষ দাশ, মিনা সরকার, মাসুমা বেগম, সাজেদা বেগম, রহিমা আক্তার, ছোটন দে, সঞ্জয় দাশ, সৈকত দাশ, নিশান দাশ, ছাত্র প্রতিনিধি জীতু কর্মকার, রণি দে, সেবক তাপস দে ও আকাশ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলেছে গেছে। এতে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ জনগণ চরমভাবে বিপাকে পড়েছে। তাই নিত্যপণ্যের দাম কমানোসহ অসাধু ব্যবসায়ীদের বিরোদ্ধে প্রশাসনের তদারকী দরকার। করোনায় লকডাউনে বিপর্যস্ত মানুষের অর্থসংকটে নিত্যপন্যের দাম ক্রয়ক্ষমতার নাগালে রাখার জোর দাবী জানান তারা।
মানববন্ধনে ৪ দফা দাবিতে উল্লেখ করা হয়েছে- চাল-তেল-ঔষধসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে। লকডাউনে গরীব, অসহায় ও নিম্ম আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা দিতে হবে। প্রয়োজনীয় আয়োজনসহ জেলায় উপজেলায় করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হবে। শ্রমিকনেতা রুহুল আমিনের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।