ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে কৃষকলীগ নেতা মো: রুহুল আমিনের ঘাটাইলস্থ বাসভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা, মো: রুহুল আমিন খান, আনিছুর রহমান তুহিন, দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও আসন্ন দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো.রুহুল আমিন আকন্দ হেপলু, বাহাজ উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বরে চেতনায় বঙ্গবন্ধু ভাস্তর্ষে পুস্পস্তবক অর্পন করেন। কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি ও সম্মান আদায়ের লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ এপ্রিল সংগঠনটি গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।