করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

S M Ashraful Azom
0
করোনায় আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং


সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গায়ে জ্বর থাকায় সম্প্রতি নমুনা পরীক্ষা করান তিনি।

সোমবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর বিকেল ৫টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। 

গত ৪ মার্চ সস্ত্রীক করোনার টিকার প্রথম ডোজ নেন মনমোহন সিং। এ দম্পতি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কি-না তা জানা যায়নি। খবর এনডিটিভির।

মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর, যে কারণে তার ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভারতের সাবেক এ প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে তার আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে রাজনীতিবিদ।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top