লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: সর্বাত্মক লকডাউন কার্যকর ও মহামারি করোনা ভাইরাস রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযান চলমান রয়েছে।
বৃহস্পতিবার জন সচেতনতা বৃদ্ধিতে ও মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম পৌর পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজারে অভিযান চালান।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকানে লুকিয়ে পণ্য বিক্রি করায় ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম জানান- জন সচেতনতা বৃদ্ধিতে আমাদের অভিযান চলমান থাকবে ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।