লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুর থানারর অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বদলী জনিত বিদায় ও নবাগত কর্মকর্তা মাজেদুর রহমানকে বরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্ব করেন।
এ সময় স্মৃতিচারণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সহকারি কমিশনার ( ভূমি) রোকনজ্জামান খান, সদ্য বিদায়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।।
পরে ক্রেস্ট দিয়ে নবাগত অফিসার ইনচার্জকে বরণ ও বিদায় দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।