জামালপুর সংবাদদাতা: জামালপুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজ নজরুল ইসলাম (৩০) আটক করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত নজরুলের বিরুদ্ধে লকডাউনের সুযোগে প্রতারণার আশ্রয়ে চাঁদাবাজির অভিযোগ আছে।
১৬ এপ্রিল দড়িপাড়া পুরাতন বাইপাস মোড় এলাকা থেকে ওই ভুয়া ডিবিকে গ্রেপ্তার করলেও অপরজন দুলাল (৪৫) পালিয়ে যায়।
নজরুল ইসলাম সরিষাবাড়ীর মন্ডলবাড়ী ছাতারিয়া বাগমারা গ্রামের শহীদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ এমএম সবুজ রানার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।