ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা ভাইরাসের ২য় মহামারীতে জনসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামুলক লিফলেট ও মাস্ক বিতরন করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু।
সকালে কুড়িগ্রাম জেলা সদরের জনসমাগম এলাকা কাপড়ের বাজার হতে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ'র সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক মোস্তাফিজ সাজু সহ অনেকে।
এসময় আমান উদ্দিন আহমেদ মন্জু জনগনকে করোনার মহামারি ঠেকাতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলার জন্য পরামর্শ দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।