রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মজিববর্ষ উপলক্ষে সমগ্র ইউনিয়নে ৩০ জন দুস্ত মহিলাদের মাঝে আয়বর্ধক সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্প-৩ এর এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি আব্দুল হাই, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য আজিজুন্নাহার রুপা, সালিমা খাতুন, মজিবর রহমান, ময়েজ উদ্দিন, শফিকুল ইসলাম, আক্কাস আলী ও শাহ আলম প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।