লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ১০হাজার পিছ মাস্ক ও ৪শত স্যানিটাইজার পেন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহলগিরি বাজারে গোয়ালের চর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দদের হাতে ১০হাজার পিছ মাস্ক ৪শত স্যানিটাইজার পেন তুলে দেন।
এ সময় তিনি প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও জন সাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলা সহ লকডাউনের সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহবান করেন।
এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওঃ মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক আলী মোজতবা বিপুল, আঃ রহিম বাদশা,আনোয়ার হোসেন আনু, যুবলীগ সভাপতি কালু মিয়া,সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সরকার,সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও তিনি ওই ইউনিয়নের বিভিন্ন বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে দিনব্যাপি এই কর্মসূচী পালন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।