শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের 'গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্ট' এর উদ্যোগে রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে পশ্চিম গন্ডামারা চরপাড়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে ট্রাস্টের সভাপতি আফ্রিকা প্রবাসী মোজাম্মেল হকের অর্থায়নে রমজানের প্রথম দিনেই সাড়ে ৪শত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন গন্ডামারা মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি অাফ্রিকা প্রবাসী মোজাম্মেল হক, উত্তর-পশ্চিম গন্ডামারা লবণ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মাওলানা আব্দুস ছবুর, কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মু. শহিদ উল্লাহ, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এইচ.এম ওসমান গণি, সদস্য রশিদ মিয়া, শফিউল আলম, রুকনুল ইসলাম আরফাত, কাউচার উদ্দীন, আল কাদের প্রমূখ।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাড়ে ৪শত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।