শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে কৃষি যন্ত্রাংশ (ধানকাটা মেশিন) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস থেকে এ ধানকাটা মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপসহকারি কৃষি কর্মকর্তা আবুল হাশেম প্রমূখ।
কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, সম্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরন প্রকল্পে কোম্বাইন হারবেস্টার (ধানকাটার) মেশিন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুরান টাপুরচর গ্রামের মৃত বক্তার হোসেনের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে এ মেশিন দেওয়া হয়েছে।
মেশিনটির কোম্পানী মুল্য ৩০ লাখ ৫০ হাজার টাকা। কৃষিবান্ধব সরকার ১৪ লাখ টাকা কৃষি ভুর্তিকি হিসেবে ওই কৃষককে সহায়তা দিয়েছেন।
এলাকায় এ ধানকাটা মেশিনটি নিয়ে আসায় কৃষক পরিবারটি যেমন লাভবান হবেন, তেমনি এই এলাকায় শ্রমিক সংকট থেকে রক্ষা পাবেন।
প্রতি বছর শ্রমিক সংকটের কারনে কৃষকরা ধান কাটতে বড় ধরনের সমস্যায় পড়তেন। আশাকরি এখন এ সমস্যাটি আর হবে না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।