উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় করোনা ভাইরাস মহামারির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে টিকা গ্রহনে উপচে পরা ভির দেখা গেছে ।
মানুষের গাদাগাদিতে অনেকেই কোভিড-১৯ টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন বলে জানান স্থানীয়রা ।
করোনা ভাইরাসের দ্বিতীয় মহামারি শুরু হওয়ার পর থেকে উল্লাপাড়া উপজেলার সাধারন মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বৃদ্ধি পেতে থাকে । কেউ দ্বিতীয় ডোজ কোভিট-১৯ টিকা নেওয়ার ম্যাসেস পেয়ে আসে, আবার অনেকে ম্যাসেস না পেয়েও ভীর করছেন হাসপাতালে?
এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় টিকা প্রদানে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে দেখা গেছে।
মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রায় ১ হাজারের অধিক মানুষ টিকা নিতে আসে । টিকা সরবরাহের স্বল্পতার কারণে ৬৯০ জনকে কোভিড-১৯ টিকা পুশ করার পর আর দিতে না পাড়ায় ডাক্তারদের উপর উত্তেজিত হয়ে উঠে টিকা নিতে আসা অপেক্ষমান জনতা।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনা স্থলে পুলিশ ও আনসার বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের এমওডিসি ডাঃ আলামিন হোসেন সরকার জানান, প্রয়োজনের অতিরিক্ত কোভিড-১৯ টিকা হাসপাতালে আনা হয়না । আজ হঠাৎ করে আগের তুলনায় ১ হাজারেরও উপরে লোক আসায় টিকা স্বল্পতার কারণে সবাইকে টিকা প্রদান করা সম্ভব হয়নি। অনেকে টিকার প্রথম ডোজ আবার অনেকে ম্যাসেজ না পেয়েই দ্বিতীয় ডোজ নিতে আসায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের মুঠো ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।