উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত


উল্লাপাড়া প্রতিনিধি : উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন দুবৃত্তদের সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। 


শুক্রবার উপজেলার স্থানীয় লাহিড়ী মোহনপুর বাজারে এ হামলার স্বীকার হন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির লিটন জানান, বড়পাঙ্গাসী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন তার ব্যক্তিগত ও পারিবারিক কাজে শুক্রবার সকাল ১০ টার দিকে লাহিড়ী মোহনপুর বাজারে যায়। জামাত - বিএনপিধারী কিছু লোক তাকে অনুসরণ করে। নাঈম বিষয়টি  টের পেয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। এ সময় জামাত- বিএনপির ৮-১০ সন্ত্রাসী লাঠিসোটা ও দেশিয় অস্ত্রে সংঘবদ্ধ হয়ে নাঈমের উপর অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীদের উপযুপরি হামলায় নাঈমের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত হয়ে ফেটে ও ফুলে যায়। নাঈম সজ্ঞাহীন হয়ে এ সময় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ছাত্রলীগ।

এ ঘটনায় নাঈমের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় সন্ত্রাসী হামলার একটি অভিযোগ দায়ের করেছে। 
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top