উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে একই পরিষদের ৪ জন সদস্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছেন ।
অভিযোগ গুলো থেকে জানা যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিন সরকারের বিভিন্ন দূর্ণীতি, অনিয়ম , স্বেচ্ছাচারিতাসহ নানা বিষয় নিয়ে ওই পরিষদের ৪ জন সদস্য ( মেম্বর ) আলাদা আলাদা ভাবে লিখিত অভিযোগ করেছেন। এদের মধ্যে তিনজন সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ মাজেদ খাতুন, মোছাঃ বিউটি খাতুন ও মোছাঃ কুলছুম খাতুন পৃথক পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন । অপর দিকে ২ নং ওয়ার্ডের সদস্য(মেম্বর) মোঃ ইদ্রিস আলী সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
ওইসব অভিযোগ গুলোতে চেয়ারম্যান আল আমিন সরকারের বিরুদ্ধে সরকার প্রদত্ত সুবিধাদি প্রকৃত দুঃস্থ ও গরিবদের মধ্যে না দিয়ে ৩/৪ হাজার টাকা করে ঘুষ নিয়ে যারা প্রাপ্য নয় তাদেরকে ভিজিডি, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার কার্ড দেওয়া অভিযোগ করেছে । তার মনোনিত ভিজিডি কার্ড ধারিদের চাল বিতরণ না করে অন্যত্র বিক্রি করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । এছাড়াও এলজিএসপি প্রকল্প তার একক সিদ্ধান্তে বাস্তবায়নে দুর্নীতি সহ গত ০৫ বছরে ইউনিয়নে বরাদ্দ ১% টাকা ও জনগনের কাছ থেকে আদায়কৃত ট্যাক্সের টাকার কোনো কাজ না করে আত্মসাত করার অভিযোগ করেছে । মুজিব শত বর্ষ উপলক্ষে দু জন দুঃস্থ লোককে ঘর দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৫৫ হাজার টাকা নিলেও তাদের ঘর দেওয়া হয়নি এবং টাকাও ফেরত দেয়নি । টাকা চাইতে গেলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় চেয়ারম্যানের পোষা গুন্ডারা ।
২ নং ওয়ার্ডের সদস্য(মেম্বর) মোঃ ইদ্রিস আলী পরিষদ কতৃক সস্মানী ভাতা বাবদ ১লাখ ৬৬ হাজার পাওনা টাকা বারবার চাহিলেও দিচ্ছেন না, বরং উল্টা মারপিট ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ দায়ের করেছেন ।
সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোছাঃ মাজেদা খাতুন একই ধরণের অভিযোগ ছাড়াও আন্তঃইউনিয়ন ফুটবলের জন্য তার কাছ থেকে হাওলাত বাবদ নেওয়া ১০ হাজার টাকা দুবছরে ফেরত না দেওয়ার অভিযোগ দায়ের করেছেন । এছাড়াও গত ০৫ বছরে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য মাসিক সম্মানি ভাতার টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ দায়ের করেছেন ওই ৪ সদস্য ।
ওই অভিযোগ গুলোর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ নাহিদ হাসান খানকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন সরকার এ ব্যাপারে জানান, আমার বিরুদ্ধে ইউ/পি সদস্যদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা নিজেদের ভুল বুঝতে পেরে পরর্বতীতে কয়েকজন অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, পূর্ণিমাগাঁতী ইউ/পি সদস্যদের অভিযোগের ভিত্তিতে ১ (এক) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রির্পোট মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।