সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনায় আক্রান্ত বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী সারাহ কবরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
বৃহস্পতিবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
কবরীর ছেলে শাকের চিশতী এক ভিডিও বার্তায় সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, মায়ের অবস্থা খুব ভালো নয়। তার অক্সিজেন ওঠানামা করছে।
চিশতী বলেন, আমরা আশাবাদী, মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।
গত ৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট শোনার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী। সেখানেই চলছিলো চিকিৎসা। কিন্তু ৭ এপ্রিল দিবাগত রাত থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরদিন দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।