উল্লাপাড়ায় জমি কিনে প্রতারনায় নিঃস্ব হলেন মসজিদ মোয়াজ্জিন

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় জমি কিনে প্রতারনায় নিঃস্ব হলেন মসজিদ মোয়াজ্জিন


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের মোয়াজ্জিন জমি কিনে প্রতারনার স্বীকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ব্যাপারে জমি বিক্রেতাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানায় একটি জিডি মামলা দায়ের করা হয়েছে।

বাদী গোলাম মওলার অভিযোগে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিকরাইল হোসেন তার ০.৩ শতক জমি বিক্রি করার প্রস্তাব দেন। ওই গ্রামের মসজিদের মোয়াজ্জিন গোলাম মওলা উক্ত জমি ক্রয় করিতে ইচ্ছা প্রকাশ করেন। ক্রেতা-বিক্রেতার মধ্যে আলোচনা সাপেক্ষে ১ লাখ ২০ হাজার টাকা জমির মুল্য নির্ধারণ হয়। 

সেই অনুপাতে ক্রেতা গোলাম মওলা বিক্রেতা মিকরাইলকে তার জমির মূল্য বাবদ সমস্ত টাকা বুঝিয়ে দেয়। পরে টাকা পেয়ে বিক্রেতা মিকরাইল জমি রেজিস্ট্রি করে দিতে নানা তালবাহানা করেন। অনেক দেন-দরবারের পর উক্ত জমি রেজিস্ট্রি করে দিতে রাজি হন মিকরাইল। কিন্তু সেখানেই প্রতারণার স্বীকার হন মসজিদ মোয়জ্জিন গোলাম মওলা। 

যে জমি বিক্রির কথা বলে টাকা নিয়েছিল মিকরাইল। সেই জমির দাগ, খতিয়ান উল্লেখ না করে প্রতারণ করে অন্য একটি জমির দাগ, খতিয়ান উল্লেখ পূর্বক জমি রেজিস্ট্রি করে দেন গোলাম মওলাকে। পরে গোলাম মওলাকে দেখানো  জমির দখলে গেলে বাধা প্রযোগ করে তারা। প্রতারণায় নিঃস্ব হলেন অসহায় মসজিদ মোয়াজ্জিন। গোলাম মওলা পরবর্তীতে জমির টাকা ফেরত চাইলে মিকরাইল ও তার স্বজনেরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে।

এ ব্যপারে মিকরাইলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার জমি ইজমাইলি সম্পত্তি হওয়ায় অংশীদাররা পূর্বেই গোপনে উক্ত জমি বিক্রি করে দেন। ফলে তাকে ঐ জমি দিতে না পারায় অন্যত্র থেকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক মাহফুজ জানান, এ ঘটনায় বাদী থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করে। বিষয়টি শোনা-জানার জন্য উভয় পক্ষকে থানায় তলব করা হয়। পরবর্তীতে বাদীকে বিবাদী মিকরাইল গং বিভিন্ন ভয়ভীতি দেখায়। ফলে বাদী পুনরায় জিডি মামলা দায়ের করেছেন থানায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top