লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালুদস্যুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ৪জানুয়ারী বিকালে উপজেলার কুলকান্দি ইউনিয়নের পূর্ব কুলকান্দি যমুনার বাঁধ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের কুলকান্দি পূর্বপাড়া গ্রামের গোলাপ শেখের পুত্র আল আমিন(২৫) গংরা যমুনা নদী থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে বাধেঁর উপর রেখে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ বালু ব্যবসায়ী আল আমিনকে আটক করে ৫০হাজার করে,অনাদায়ে তিনমাসের কারাদন্ড প্রদান করে আদালত। পরে জরিমানা পরিশোধ করে মুক্তি পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম জানান অবৈধ বালু উত্তোলনে প্রতি নিয়তই অভিযান চলবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।