রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমি দখল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মওলা বক্স (৫৫) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক মওলা বক্স উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের আছাব আলীর ছেলে। বুধবার বিকেল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানা সূত্রে জানা যায়, উপজেলা কাশিয়াহাটা গ্রামের জামশেদ আলী সরকারের ছেলে গোলাম মুর্তুজার সাথে একই এলাকার আছাব আলী ছেলে মওলা বক্সের দীর্ঘদিন ধরে ৯৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকটি শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এ অবস্থায় ১ জানুয়ারী সকাল ৯টার দিকে মওলা বক্স তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। খবর পেয়ে গোলাম মুর্তুজা তাদের বাঁধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের ৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মওলা বক্স মারা যান। এদিকে সংঘর্ষের ঘটনায় ১ জানুয়ারী উভয় পক্ষ ধুনট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমির দখল নিয়ে সংঘর্ষে আহত মওলা বক্স চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। আইনী প্রক্রিয়া শেষে মওলা বক্সের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।