শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা অবরোধ করে তৃতীয় বার মানববন্ধন করেছে এলাকাবাসি।
রবিবার দুপুর ১২ টার দিকে কৃষি জমি ও বসতভিটা ভেঙ্গে এস্কেললোড স্থাপনের প্রক্রিয়ার প্রতিবাদে রৌমারী সদর ইউনিয়নের স্থলবন্দর এলাকার নতুনবন্দর গ্রামে তুরা রোডে এ মানববন্ধন পালন করা হয়। এতে প্রায় ৮ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে, সড়ক ও জনপদ অধিদপ্তরের এস্কেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য ৫ একর বসতভিটা ও ফসলি জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত চলছে। ইহা বাস্তবায়ন করা হলে ওই গ্রামের অনেক দরিদ্র অসহায় মানুষ ভুমিহীন হয়ে যাবে। তাদের অন্য কোথাও মাথা গুজার ঠাই থাকবে না। অপর দিকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টটের শহীদ মুক্তিযোদ্ধা কছিবর রহমানের বসতবাড়িটিও ভাঙ্গা পড়বে। এতে ওই শহীদ পরিবারটিও বাস্তহারা হবে। এলাকাবাসী অবিলম্বে এই জমি অধিগ্রহণ বাতিলের দাবী জানান।
এসময় বক্তব্য দেন রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনা। তিনি বলেন, এলাকার উন্নয়ন আমরাও চাই। আমাদের এই গ্রামের আশপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে সেখানেও এলসি পয়েন্ট সড়ক ও জনপদ অধিদপ্তরের এস্কেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করলে বসতভিটা ছাড়া হতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান জানান, এ বিষয়ে একটি স্বারকলিপি পেয়েছি। যাতে কোন বসতবাড়ি ভাঙ্গা না পড়ে সেদিকে লক্ষ করে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।