উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম বেলাল হোসেন (৮৭) রোববার সকালে তার সোনতলা জোলাহাটি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ বহু স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বেশকিছু দিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। বেলাল হোসেন উল্লাপাড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সলপ উচ্চ বিদ্যালয়ের টানা ৪৫ বছর প্রধান শিক্ষক ছিলেন। বহুল পরিচিত সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষাগুরুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তাকে সোনতলা উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে উত্তরপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
বেলাল হোসেনের মৃত্যুতে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক সোহেল রানা, সলপ উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।