শফিকুল ইসলাম: রৌমারী সীমান্তে নুরুজ্জামান (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার (৩ জানুয়ারী) দুপুর ২টার দিকে আন্তর্জাতিক ১০৫৭ নং মেইন পিলার দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ঝগড়ারচর গ্রামে আসলে দাঁতভাঙ্গা ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি ভারতের হাটশিংগীমারী জেলার, মানকারচর থানার কানাইমারা গ্রামের সুরত আলী ছেলে বলে জানা গেছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এস এম আজাদ জানান, বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।